Monday 2nd of August, 2021

৩৫ বছর পর নিজের ঘরে ঈদ উদযাপন

দিনমজুরির আয়ে চলে ফাতির আলীর সংসার। নিজের বলতে কোনো জমি ছিল না। অন্যের বাড়িতে আশ্রিত থাকতেন। ১৭ বার পরিবর্তন করতে হয়েছে জায়গা। এভাবে কেটে গেছে প্রায় ৩৫ বছর। ঠিকানাবিহীন এমন জীবনে বহুবার ঈদ এসেছে। কিন্তু আনন্দ বলে কিছু ছিল না।