Monday 17th of June, 2019

শরীর সাধছেন দীপিকা

রীতিমতো বার্বিডল সেজে দীপিকা হাজির হয়েছিলেন এ বছরের মেট গালার আসরে। কিন্তু ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের জন্য ওই রূপ যথেষ্ট মনে করছেন না তিনি। কানে যাওয়ার জন্য শরীরটাকে আরও ফিট করতে হবে। সে জন্য রীতিমতো ব্যায়ামাগারে শরীর সাধছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন