Wednesday 20th of September, 2017

কাল (১৮ আগস্ট) থেকে শুরু ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি

কাল (১৮ আগস্ট) থেকে শুরু ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি

কোরবানির ঈদ উপলক্ষে আগাম টিকিট ১৮ আগস্ট থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার দুপুরের রাজধানীর গুলিস্তানের রেলভবনে একথা জানান তিনি। এসময় তিনি জানান, ঈদ ফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।

এ সময় তিনি আরো বলেন, 'ঈদ উপলক্ষে উৎসবের ভিড় হয়। এই উৎসবের ভিড় আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটি দিয়েই সমগ্র বাংলাদেশের যাত্রীদের রেলপথে শতভাগ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ঈদের আগে পরে যাত্রী সেবার জন্য আমরা ৭ দিন করে সেবা দেবো।

x
mobilenewsbdads