যে কারও কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা কে যে কারও কণ্ঠ নকল করার সক্ষমতা দিতে চায় অ্যামাজন। অনলাইনের বৃহত্তম খুচরা বিক্রেতার এই উদ্যোগ কার্যকর হলে এক মিনিটেরও কম সময়ের অডিও ফাইল শুনে তার অনুকরণে নিজের কণ্ঠস্বর পাল্টাতে পারবে অ্যালেক্সা।