Monday 17th of January, 2022

অফসাইড নির্ধারণে ‘লিম্ব-ট্র্যাকিং’ প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফিফা

খেলার মাঠে ফুটবলারদের হাত-পা’র উপর নজর রাখার প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফিফা। খেলোয়াররা অফসাইডে ছিলেন কি না, সেটি নির্ধারণ আরও সহজ করতেই এই প্রযুক্তি। কার্যকর প্রমাণিত হলে ২০২২ সালের ওয়ার্ল্ডকাপে ব্যবহৃত হতে পারে ফিফার ‘লিম্ব-ট্র্যাকিং’ প্রযুক্তি।