Monday 17th of January, 2022

চট্টগ্রাম টেস্টের ‘সেরা প্রাপ্তি’ তাইজুলের ৭ উইকেট

উন্নতির চেষ্টায় বোলিং অ‍্যাকশনে পরিবর্তন এনেও মেলেনি সাফল্য। বাধ্য হয়ে সহজাত অ‍্যাকশনে ফিরতে হয়েছে তাইজুল ইসলামকে। মাঝের সময়টায় বাঁহাতি এই স্পিনার কতটা পরিশ্রম করেছেন, তা ভালো করেই জানেন মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়কের কাছে তাই চট্টগ্রাম টেস্টে সবচেয়ে বড় প্রাপ্তি তাইজুলের ৭ উইকেট।