Monday 29th of November, 2021

আগুয়েরোর ফেরার সম্ভাবনা দেখালেন কুমান

লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের চলে যাওয়া এবং চোটের আঘাতে মৌসুমের শুরু থেকে খর্বশক্তির দল নিয়ে মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। ম্যাচের ফলেও পড়েছে এর প্রভাব। অবশেষে ঘুরে দাঁড়ানোর রসদ যোগ হতে যাচ্ছে কাতালান ক্লাবটিতে। চোট কাটিয়ে আসছে ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে সের্হিও আগুয়েরোর।