Monday 17th of January, 2022

৪০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারে রোনালদো: রুনি

বয়সে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে আট মাসের ছোট ওয়েইন রুনি খেলা ছেড়ে শুরু করে দিয়েছেন কোচিং ক্যারিয়ার। আর এখনও শীর্ষ পর্যায়ে দিব্যি খেলে চলেছেন রোনালদো। ৩৬ বয়সে নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরেছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে! সাবেক সতীর্থের এই দুর্বার পথচলায় অবাক নন রুনি। তার মতে, সময়ের সঙ্গে নিজের খেলার ধরণ বদলে ফেলা রোনালদো খেলা চালিয়ে যেতে পারবেন ৪০ বছর বয়স পর্যন্ত।