Thursday 28th of October, 2021

বুসকেতস ও আলবা বেতন কমানোয় খেলতে পারবেন আগুয়েরো

বিপদের সময়ে ক্লাবের পাশে দাঁড়ালেন বার্সেলোনার আরও দুই ফুটবলার সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। নিজেদের বেতন কম নিতে রাজি হয়েছেন তারা। ফলে সের্হিও আগুয়েরোকে লা লিগায় নিবন্ধন করাতে পেরেছে কাতালান ক্লাবটি।