Saturday 22nd of January, 2022

বরগুনায় দিনে-রাতে দুবার করে ভাসছে কয়েক শ পরিবার

ইয়াস চলে গেলেও পূর্ণিমার প্রভাবে এখনও দিনে রাতে দুবার করে ভাসছে বরগুনা জেলার নিন্মাঞ্চলের শত শত পরিবার। গত রাতের চেয়েও আজ বৃহস্পতিবার সকালের জোয়ারের তীব্রতা ছিলো বেশি। আজ সকালেও বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে ভেসে গেছে