Thursday 28th of October, 2021

মেসির একান্ত স্মৃতি, আবেগ, দুঃখ

ফুটবলের সঙ্গে লিওনেল মেসির সখ্য সেই ছোটবেলা থেকে। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তার ব্যক্তিগত ও দলগত সাফল্য অসংখ্য।  রেকর্ড গড়েছেন অগণিত। পেশাদার ক্যারিয়ারে দেড় যুগের বেশি সময়ের পথচলায় নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন তারকা। পিছু ফিরে তাকালেন সেই ছোট্টবেলায়, ক্যারিয়ারের শুরুর দিনগুলোয়।