রোলএবল স্মার্টফোন পরিকল্পনা ‘বাতিল করেনি’ এলজি
রোলএবল পর্দার স্মার্টফোন আনার পরিকল্পনা ঠিক থাকছে বলে জানিয়েছে এলজি ইলেকট্রনিকস। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে রোলএবল স্মার্টফোন বানানোর পরিকল্পনা থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি। এবার ওই দাবি নাকচ করলো এলজি।