শৈত্যপ্রবাহ দিয়ে পৌষের বিদায়
শৈত্যপ্রবাহের মাধ্যমে বিদায় নিচ্ছে পৌষ। আর আগমন ঘটছে মাঘের। চলতি মৌসুমে পৌষের শুরুতে শীতের বেশ প্রকোপ ছিল। তবে গত কয়েক দিন ছিল অনেকটাই গরমের আবহ। পৌষের বিদায়বেলায় আবার এসেছে শীত। দেশে কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ।