Tuesday 26th of January, 2021

উইন্ডিজ দলের প্রতি লয়েডের খোলা চিঠি

বোম্বে টেস্ট, ১৯৬৬। সিমুর নার্সের চোটে প্রথম টেস্ট শুরুর এক ঘণ্টারও কম সময় আগে জানলেন হবে অভিষেক। টার্নিং উইকেটে ভারতের স্পিন আক্রমণ সামলে দেখালেন নিজের সামর্থ্য। জোড়া ফিফটি দিয়ে শুরু হলো এক কিংবদন্তির পথ চলা। বাংলাদেশ সফরে উত্তরসূরিদের কাছে এমন কিছু দেখার অপেক্ষায় ক্লাইভ লয়েড।